পাটনা, ১৭ অক্টোবর (হি.স.) : বিহারের পাটনা সহ ২৫টি জেলায় সোমবার গভীর রাত থেকে ঝড়–বৃষ্টি সহ প্রবল শিলাবৃষ্টি হয়েছে। রাত দেড়টা নাগাদ প্রবল ঝড়–বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।আবহাওয়া পরিবর্তনের ফলে পাটনা সহ বিহারের ২৫টি জেলার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। পাটনার পাশাপাশি উত্তর বিহারের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এরমধ্যে মধুবনী, সুপল, কাটিহার, পূর্ণিয়া এবং মাধেপুরায় দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। সীতামারহির ধেংব্রিজে ১৫.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মধুবনী জেলার ঝাঁঝাড়পুরে ১২.৬ মিমি, সুপলে ১১.৮ মিমি, কাটিহারের বারারিতে ৮.২ মিমি, পূর্ণিয়ার রূপৌলিতে ৮.0 মিমি, সহরসার সৌরবাজারে ৬.২ মিমি, মাধেশ্বরের সিংহপুরে ৫.০ মিমি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া পাটনায় ৩৩.১ মিলিমিটার, গয়ায় ৩৪.০ মিলিমিটার, ভাগলপুর ৩২.১ ও মুজাফফরপুরে ৩০.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।