পুণে, ১৭ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। সোমবার রাতে পুণে-বেঙ্গালুরু হাইওয়ের ওপর স্বামীনারায়ণ মন্দিরের কাছে একটি ট্রাকে আগুন ধরে যায়, অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ওই ট্রাকে আগুন ধরে যায়। আর তাতেই মৃত্যু হয়েছে ৪ জনের। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, পর আরও একজন প্রাণ হারান।
সোমবার গভীর রাতে পুণে পুলিশ জানিয়েছে, পুণে শহরের স্বামীনারায়ণ মন্দিরের কাছে পুণে-বেঙ্গালুরু হাইওয়ের ওপর একটি ট্রাকে আগুন লাগার পর ৩ জনের মৃত্যু হয়েছে। অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ট্রাকটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়, পর আরও একজন প্রাণ হারান। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।