স্বর্ন চুরি করার অভিযোগে আটক এক ব্যক্তি

শান্তিরবাজার, ১৭ অক্টোবর : স্বর্ন চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ।

ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজারে বিহার থেকে কিছু লোক এসে লোকজনের বাড়িতে স্বর্ণালংকার পরিষ্কার করার নামে স্বর্ন চুরি করছে এমনটাই অভিযোগ। একপ্রকারের তরল পদার্থের মাধ্যমে স্বর্ণালংকার ধুঁয়ে কিছু স্বর্ন তরল পদার্থের মধ্যে রেখে দিচ্ছে। এইভাবে লোকজনের সাথে প্রতারনা করে স্বর্ন চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল।

মঙ্গলবার একইভাবে শান্তির বাজারে এক বাড়িতে চুরি করতে গিয়ে বাড়ির মালিক চুরির বিষয়টি জানতে পারে । পরবর্তী সময়ে চোরের দলের মধ্যে একজনকে শান্তির বাজার কমিউনিটি হল সংলগ্ন এলাকায় এসে লোকজনেরা আটক করে। দুইজনের মধ্যে একজনকে আটক করলেও বাকি একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায় । স্থানীয় লোকজনেরা চোরকে আটক করে শান্তির বাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।