আগরতলা, ১৬ অক্টোবর: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। বাজারের বর্ধিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করার দাবিতে আজ খাদ্য দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন প্রদেশ তৃণমূল কংগ্রেস।
তাঁদের অভিযোগ, আসন্ন দূর্গোৎসবকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আটা, সরষের তেল, সহ অন্যান্য সামগ্রীর মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষের শাক সবজির ক্রয়ক্ষমতা নাগালের বাইরে চলে গিয়েছে। তাতে সাধারণ মানুষর নাভিশ্বাস উঠেছে।তারই প্রতিবাদের প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করতে আজ খাদ্য দপ্তরে সামনে বিক্ষোভ প্রদশন করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দল।