নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, এটি একটি আধ্যাত্মিক গুরুত্বের বিষয় যে ১৯৪৭ সালের পর প্রথমবারের মতো কাশ্মীরের ঐতিহাসিক শারদা মন্দিরে নবরাত্রি পূজার আয়োজন করা হয়েছে।
শাহ সোমবার জানান, এইবছর চৈত্র নবরাত্রি উপলক্ষ্যেও এখানে পুজো হয়েছিল। এখন শারদীয়া নবরাত্রি উপলক্ষ্যেও মন্দিরে পুজোর মন্ত্র উচ্চারিত হচ্ছে। এরফলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসছে।
শাহ জানান, এইবছর ২০২৩-এর ২৩ মার্চ পুনরায় এই মন্দিরটি খোলার সৌভাগ্য হয়েছিল। এই মন্দিরে পুজো হলে উপত্যকায় শান্তি ফিরে আসার প্রতীক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শিখাকেও পুনরুজ্জীবিত করারও প্রতীক।