BRAKING NEWS

বাকিবুরের ঘনঘন দুবাই যাওয়ার কারণ খুঁজছে ইডি

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত মন্ত্রীঘনিষ্ঠ বাকিবুর রহমান বার বার দুবাই যেতেন। এমনকি, চলতি মাসেও তাঁর দুবাইতে যাওয়ার পরিকল্পনা ছিল। আদালতে তেমনটাই জানিয়েছে ইডি। কেন, এর উত্তর খুঁজতে শুরু করেছে ইডি।

রেশন মিলের মালিক কেন এত ঘন ঘন বিদেশে যেতেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকিবুরকে সোমবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয়। সেখানে তাঁকে ১২ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
ইডি আদালতে জানিয়েছে, বাকিবুরের রেশনের মিল থেকে একটি ‘রেজিস্ট্রার বুক’ বা তথ্য নথিভুক্তকরণের খাতা উদ্ধার করেছে তারা। সেখানে রেশনের খাদ্যসামগ্রী সরানোর নানা রকম হিসাব লেখা রয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। ইডি আদালতে জানিয়েছে, কোথায় কত সামগ্রী পাঠানো হয়েছে, কোন ডিস্ট্রিবিউটর বা কোন ডিলার কতটা রেশন সামগ্রী পেয়েছেন, তার হিসাব রয়েছে ওই খাতায়। অনেকের স্বাক্ষরও রয়েছে।
রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের কৈখালির ফ্ল্যাট থেকে ১০০-র বেশি সরকারি দফতরের সিলমোহর (স্ট্যাম্প) মিলেছে বলে ইডি সূত্রে খবর। সোমবার বাকিবুরকে আদালতে পেশ করে ইডি। তার আগে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে জানা গিয়েছে, খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে তাঁর ফ্ল্যাট থেকে। সাড়ে ৫৩ ঘণ্টা তল্লাশির পর গত শুক্রবার বাকিবুরকে সঙ্গে নিয়ে তাঁর ফ্ল্যাট থেকে বেরোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পর আরও ১১ ঘণ্টা জেরার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *