নিরসা (ঝাড়খণ্ড),১৬ অক্টোবর (হি. স.) : ঝাড়খন্ডের ধানবাদের ইসিএলের খোলামুখ খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে চাল ধসে মৃত্যু হল দু’জনের। সোমবার এই ঘটনাটি ঘটেছে । ধসের নীচে আরও বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছে নিরসা থানার পুলিশ।ন
মৃতদের নাম তাপস দাস (৪০) ও যমুনা রাজবংশী (৩৫)। যদিও ঘটনা নিয়ে ইসিএলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এদিকে, এই ঘটনায় এলাকার বাসিন্দারা দোষ চাপিয়েছেন ইসিএল ও প্রশাসনের ওপরে। বাসিন্দাদের বক্তব্য, ইসিএল এই এলাকায় খোলামুখ খনি বা ওসিপি থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে কয়লা তুলছে। কিন্তু ফাঁকা জায়গা ভরাট করছে না। আর সেখানেই ঘটছে বিপত্তি। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর দুপুরে আসানসোলের রানিগঞ্জ থানার নারায়ণকুড়িতে একই ঘটনা ঘটেছিল। তাতে তিনজনের মৃত্যু হয়েছিল।