নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৫ অক্টোবর : শহরের ঐতিহ্যবাহী ভেনাস ক্লাবের উদ্যোগে রবিবার কৈলাশহর টাউন কালীবাড়ি প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখেই আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ভেনাস ক্লাব। এ বছর ৫১ বছরে পা দিয়েছে কৈলাশহরের ভেনাস ক্লাব। প্রতিবছরের ন্যায় এ বছরও ভেনাস ক্লাব দুর্গাপূজার আয়োজন করেছে। প্রতি বছরই বড় মাপের পূজা করে থাকে ভেনাস ক্লাব। প্রদীপ প্রজ্জলন করে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন কৈলাশহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেব রায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া, কৈলাশহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, কৈলাশহর পুরপরিষদের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকিম সিনহা, কৈলাশহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্য অনুপম পাল, কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিশিষ্ট সমাজসেবী উত্তম দে থেকে শুরু করে আরো অনেকে। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলে মোট ২১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।