হামিরপুর, ১৫ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের হামিরপুরে সড়ক দুর্ঘটনায় মুখ্য কনস্টেবলসহ দুজনের মৃত্যু হয়েছে। রবিবার উত্তরপ্রদেশের হামিরপুরের কানপুর-সাগর জাতীয় সড়কে ঘটমপুর শহরের কুশমাণ্ডা মাতার মন্দিরের কাছে একটি পথ দুর্ঘটনায় প্রধান কনস্টেবল সহ দুই জনের মৃত্যু হয়েছে। একটি বাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। মৃতের নাম সন্তোষ কুমার (৫২),সিদ্দান(৪৫) ও আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ঘাটমপুর কোতোয়ালির ইন্সপেক্টর বিক্রম সিং এবং তহসিলদার সঙ্গীতা যাদব। পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা ডিভাইডারের দাবিতে অনেকক্ষণ বিক্ষোভ দেখায়। তহসিলদার সঙ্গীতা যাদব ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের বিক্ষোভ থামিয়ে পরিস্থিতি শান্ত করেন। ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।