ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। শক্তিশালী উত্তর প্রদেশের মুখোমুখি আগামীকাল ত্রিপুরা। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। দিল্লির এয়ারফোর্স মাঠে হবে ম্যাচটি। আপাতত দুই দলই দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। উত্তর প্রদেশ দুই ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় পেলেও ত্রিপুরা জয় পেয়েছে ১ টি ম্যাচে। ফলে শক্তির বিচারে আগামীকাল এগিয়ে থেকেই মাঠে নামবে উত্তর প্রদেশ। ত্রিপুরার বোলাররা অনেকটা ভালো বল করলেও দুশ্চিন্তায় রেখেছেন ব্যাটসম্যান-রা।দুর্বল মিজোরামের বিরুদ্ধে দুই ওপেনার দেবাংশু দত্ত এবং দ্বীপজয় দেব কিছুটা সাফল্য পেলেও দলের অন্যদের চূড়ান্ত ব্যর্থতায় চাপে পড়ে গিয়েছিলো ত্রিপুরা। প্রথম ৩ ম্যাচের জন্য গঠিত হয়েছিলো ত্রিপুরা দল। ফলে দীপঙ্কর ভাটনাগরদের সামনে হয়তোবা শেষ সুযোগ। আজ ব্যাট হাতে রান না পেলে সম্ভবত ছাটাই হতে পারে। ফলে আগামীকাল দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে প্রথম দুই ম্যাচে সাফল্য না পাওয়া ব্যাটসম্যানদের। দুদলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ত্রিপুরা দলে দু-একটি পরিবর্তন হতে পারে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। তবে কাদের পরিবর্তন করা হবে তা নিয়ে মুখ খুলতে নারাজ। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা।
2023-10-15