শিলচর (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : বাঙালিদের উদ্বেগ তথা সমস্যাবলির সমাধান করুন, আমরা বরাক পৃথকের প্রস্তাব প্রত্যাহার করব। ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট’ (আলফা-আই)-এর উদ্দেশ্যে বলেছেন বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিডিএফ)-প্রধান প্রদীপ দত্তরায়।
মূলত আলফা-আই বরাক উপত্যকাকে পৃথকীকরণের বিরোধিতা করে একটি বিবৃতি জারি করার পর বিডিএফ-প্ৰধান এই মন্তব্য করেছেন প্ৰদীপ দত্তরায়। আলফা-আই-এর প্রচার-সচিব রুমেল অসম স্বাক্ষরিত বিবৃতিতে বরাক পৃথকীকরণের ডাক দিয়ে অসমের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐক্যকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে লেখা হয়েছে।
প্রদীপ দত্তরায় বলেছেন, ‘আমি আজ আলফা-আই-এর কাছ থেকে একটি চিঠি পেয়েছি, যেখানে তারা বরাক পৃথকীকরণের বিরোধিতা করেছে। আলফা সংগঠনের জন্ম যোরহাটে। তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের সম্পদ যেমন জল, ভূমি এবং খাদ্য ব্যবহার করে অসমে বিপ্লব চালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সমর্থন পেয়েছিল। এখন অসমে বাংলাভাষী জনগণের বিরোধিতা করছে। এটা খুবই আশ্চর্যজনক এবং দুর্ভাগ্যজনক।’
তিনি বলেন, ‘তারা অসমকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে চাইছে। কিন্তু কেন্দ্রীয় সরকার আগামী ১০০ বছরেও এই দাবি মেনে নেবে না। অসম সরকার এবং অসমের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, তাঁরা শান্তি আলোচনার জন্য আগ্ৰহী। অথচ আলফা শান্তি আলোচনায় বসতে অস্বীকার করছে।’
প্রদীপ দত্তরায় বলেন, বরাক উপত্যকায় বাঙালি জনগোষ্ঠীর সমস্যা তথা উদ্বেগগুলি অবশ্যই সমাধান করা উচিত। উল্লেখযোগ্য সমস্যার মধ্যে রয়েছে ডিটেনশন ক্যাম্প, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনী এলাকা সীমানা পুনর্নির্ধারণ, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ইত্যাদি। তিনি বলেন, আলফা-আই এ সব বিষয়ে কখনও আওয়াজ তুলেনি।
প্ৰসঙ্গত, আলফা-আই তাদের চিঠিতে ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার ঐতিহাসিক তাৎপর্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে, এই দুই উপত্যকায় বিভিন্ন জাতিগোষ্ঠী বহু শতাব্দী ধরে সহাবস্থান করে আসছে। তারা জোরের সঙ্গে বলেছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐক্য ও সম্প্রীতি ব্যাহত হতে দেওয়া হবে না।