নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ অক্টোবর : ধর্মনগরের বিবিআই মাঠ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন শুরু হয়েছে। এই পথ সঞ্চালনকে কেন্দ্র করে ধর্মনগরে এদিন ছিল সকাল থেকেই উন্মাদনা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা দলে দলে তাদের লাঠি এবং নির্দিষ্ট পোশাকে বিবিআই মাঠে তিনটা ১৫ মিনিটে জমা হয়েছেন এদিন। চারটায় শুরু হয় বিশাল পথ সঞ্চালনের র্যালি। এই র্যালিকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুধারে দলে দলে লোক কাশি ঘন্টা উলুধ্বনি দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বীরদের অভ্যর্থনা জানিয়েছেন এদিন। তাদেরকে অভ্যর্থনা জানাতে অঙ্গনওয়াড়ি কর্মচারী সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবিকা সংঘ, দুর্গা বাহিনী, একল অভিযান, মাতৃ শক্তি, মহিলা মোর্চা এবং মহিলা সমন্বয় সংস্থার লোকেরা দলে দলে ভিড় জমায়। এই পথ সঞ্চালন বি বি আই মাঠ থেকে শুরু হয় থানা রোড, ডি এন ভি রোড, পূর্ব বাজার, এগিয়ে চলো ক্লাব, মোটর স্ট্যান্ড, জেল রোড, মিশন রোড, ডি ডব্লিউ এস অফিস এবং সেন্ট্রাল রোড হয়ে পুনরায় বিবিআই মাঠে মিলিত হয়েছে। এক সাড়া জাগানো র্যালির মাধ্যমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই পথ সঞ্চালনের সমাপ্তি ঘটে এদিন।
2023-10-15