দুবাই, ১৪ অক্টোবর(হি.স.): দুর্গা পূজার উৎসবে মাতছে সুদূর দুবাইয়ের বাঙালীরা । তাই মহালয়ার সকালে দুবাইয়ের ভারতীয় বঙ্গীয় পরিষ মহা সমারোহে উপস্থাপিত করল তাদের মহালয়ার অনুষ্ঠান।
ভারতীয় বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী জানালেন, মহালয়ার অনুষ্ঠানে প্রায় পঁয়তাল্লিশজন অংশগ্রহণ করেছেন। যাদের বয়স পাঁচ থেকে পঁয়তাল্লিশ! অনুষ্ঠান হল তিনটি পর্যায়ে। সূচনায় চিরাচরিত চন্ডীপাঠ-সহ মহালয়ার গান, যা পরিচালনা করেছেন সোমদত্তা বসু। চণ্ডীপাঠে শুভতোষ বন্দ্যোপাধ্যায়। এরপর ছোটদের মহালয়া। যেখানে কচিকাঁচাদের সমবেত কবিতা এবং নৃত্য। আর অনুষ্ঠান শেষ হয় দুর্গা কবিতা ও নৃত্যের মেলবন্ধন দিয়ে। নৃত্য পরিচালনা করেছেন সোমদত্তা মুখোপাধ্যায়। কবিতার পাঠশালা বসেছিল অরিজিতের সঙ্গে।সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন এষা সেনগুপ্ত।
প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী সকলকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়েছেন এবং ঘোষণা করেছেন, তাদের উদ্যোগে এবারের আসন্ন দুর্গাপুজোয় রয়েছে অনেক চমক। সকলে এখন তারই অপেক্ষায়।