ওয়াশিংটন, ১৪ অক্টোবর (হি.স.) : মার্কিন রিপাবলিকান পার্টি হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার পদের জন্য রক্ষণশীল কট্টরপন্থী জিম জর্ডানকে তাদের প্রার্থী হিসাবে মনোনীত করেছে।
প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ দশম দিনেও কাজ করতে পারেনি। গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জর্জিয়ার সাংসদ অস্টিন স্কটের চ্যালেঞ্জের মুখে পড়েন জিম জর্ডান। জিম জর্ডান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেয়েছেন। ঘনিষ্ঠ মিত্র জিম জর্ডানকে হাউস অফ রেপ্রেজেন্টিটিভসের স্পিকার পদের জন্য সমর্থন জানিয়েছেন ট্রাম্প।বৃহস্পতিবার রাতে একটি পোস্টে ট্রাম্প বলেন, জর্ডান হাউযের একজন দারুণ স্পিকার হবেন এবং তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে।’