আগরতলা, ১৪ অক্টোবর: মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে সারা রাজ্য জুড়ে নেশা বিরোধী অভিযান পুলিশ চালিয়ে যাচ্ছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলা পুলিশের হাতে সাড়ে চার কোটি টাকার ওপর ইয়াবা ট্যাবলেট সহ চালক গ্রেপ্তার।
ঘটনার বিবরণে জানা যায় ,গোপন সূত্রের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ ওসির নেতৃত্বে উৎপেতে বসেছিল। চলছিল একের পর এক তল্লাশি। সেই তল্লাশিতে এন এল ০১ এল ৭১০৯ নম্বরের ১২ চাকার লরিতে সিমেন্ট বোঝাই ছিল। লরির গোপন চেম্বার থেকে সাড়ে নয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে । এই নেশা জাতীয় ট্যাবলেট খোলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যার মূল্য রয়েছে সাড়ে চার কোটি টাকার ওপর বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। চালক দেবব্রত দেকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তার বাড়ি গোমতী জেলার উদয়পুরে। এমবিপিএস এর ধারায় একটি মামলা নিয়ে উত্তর জেলা পুলিশ জোড় তল্লাশি জানিয়ে রেখেছে।
ধারণা করা হচ্ছে বাঙালির মহোৎসব দুর্গাপূজা যত এগিয়ে আসছে এই সুযোগকে কাজে লাগিয়ে নেশা কারবারীরা রাজ্যে নেশার জাল ছড়িয়ে দিয়ে একটা বিশাল অংকের অতিরিক্ত কামাই করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। কারণ এই সময়টা পুলিশকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বেশি ভাবতে হয় এবং সবাই ব্যস্ত থাকে রাজ্যের মানুষকে শান্তি সম্প্রীতির মধ্যে পূজার দিনগুলি কেমন করে উপহার দেওয়া যায়। এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করলেও উত্তর জেলা পুলিশ তাদের নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে পুলিশ সূত্রের খবর। তবে ইদানিং রাজ্যের মধ্যেও যুব সমাজের একটা অংশ এই ট্যাবলেটের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

