BRAKING NEWS

সিকিমের বন্যায় ৭৮৮ কোটি টাকা ক্ষতি : পিএনএইচসি

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : পিএনএইচসি জানিয়েছে সিকিমে বন্যার ফলে ৭৮৮ কোটি টাকা ক্ষতি হয়েছে। জলবিদ্যুৎ কোম্পানি এনএইচপিসি শনিবার জানিয়েছে, তারা সিকিমে বন্যার কারণে প্রায় ৭৮৮ কোটি টাকা ক্ষতির প্রমাণ পেয়েছে। জিনিষপত্রের ক্ষতি হয়েছে ২৯৭ কোটি টাকা এবং ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হয়েছে ৪৯১ কোটি টাকা। স্টক এক্সচেঞ্জকে পিএনএইচসি ক্ষয়ক্ষতির পরিমাণ সংক্রান্ত তথ্য জানিয়েছে। তিস্তা অববাহিকায় অবস্থিত পাওয়ার স্টেশন প্রকল্পগুলি এই অঞ্চলে আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিকিমে হিমালয়ের লোনাক হিমবাহ ৩ অক্টোবরে ফেটে যায়। তারফলে হ্রদের এক পাশ ভেঙ্গে তিস্তার জলস্তর বৃদ্ধি পায়। জল বেড়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলকে প্লাবিত করে। যার ফলস্বরূপ কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। হাজার হাজার পর্যটক আটকে পড়ে। আকস্মিক বন্যার কারণে সিকিম রাজ্যের ব্যপক ক্ষতি হয়। বহু রাস্তা, ফুটব্রিজ ভেঙে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *