নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): বাকস্বাধীনতার মাত্রা ও তথ্যের প্রবাহ ভারতে অত্যন্ত বিস্তৃত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত নবম জি-২০ পার্লামেন্টারি স্পিকার্স সামিট (পি-২০) উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পি-২০ শিখর সম্মেলন হল বিভিন্ন সংসদীয় অনুশীলনের একটি মেগা উৎসব। ভারতের সংসদীয় অনুশীলন সময়ের সাথে বিকশিত এবং শক্তিশালী হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত চাঁদে অবতরণ করেছে। ভারত সফলভাবে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। এখন আমরা পি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করছি। এই শীর্ষ সম্মেলন আমাদের দেশের জনগণের শক্তি উদযাপনের একটি মাধ্যমও বটে। পি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভারতে, যা গণতন্ত্রের জননী এবং বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রও।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই শীর্ষ সম্মেলন বিশ্বের সংসদীয় অনুশীলনের ‘মহাকুম্ভ’।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত নির্বাচনের সময় স্বচ্ছতা এবং দক্ষতা বাড়াতে ২৫ বছরেরও বেশি সময় ধরে ইভিএম ব্যবহার করে আসছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময়, প্রায় ১০০ কোটি বা ১ বিলিয়ন ভোটার নিজেদের ভোট দিতে যাচ্ছেন। আগামী সাধারণ নির্বাচনের সাক্ষী হতে, আমি সমস্ত প্রতিনিধিদের ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারতে সাধারণ নির্বাচনকে সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীনতার পর থেকে, ভারত ১৭টি সাধারণ নির্বাচন এবং ৩০০টিরও বেশি রাজ্য বিধানসভা নির্বাচন দেখেছে। ভারত শুধু সবচেয়ে বড় নির্বাচনই পরিচালনা করে না, জনগণের অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “একবিংশ শতাব্দীতে ভারতের প্রাণবন্ততা, বৈচিত্র্যের মধ্যে একতা আমাদের বড় শক্তি।”
2023-10-13

