নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার খবর অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্বয়ং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করার বিষয়টি গণমাধ্যমের ছড়িয়ে দেওয়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য বলে শুক্রবার উল্লেখ করেছেন।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকে কিছু সংবাদ মাধ্যম প্রচার করছে যে কেন্দ্রীয় মন্ত্রী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছেন। একথা কেন্দ্রীয় মন্ত্রী বৃহস্পতিবার ভোপালে কোর কমিটির বৈঠকে জানিয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দফতরের তরফে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে শুক্রবার জানানো হয়েছে।
আগামী মাসে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। বিজেপি ইতিমধ্যেই ৩ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৪ জন সাংসদ এবং একজন জাতীয় সাধারণ সম্পাদককে প্রার্থী করেছে। ইতিমধ্যে দলটি বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়াকেও টিকিট দেবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল। ‘সিন্ধিয়া বিধানসভা নির্বাচনে লড়বেন না’- এমন খবর ছড়িয়ে পরার পর তা নিয়ে সব মহলে জোর চর্চা শুরু হয়েছিল। এবার এই খবরে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দফতরের তরফে এদিন জানানো হয়েছে যে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো তথ্য প্রচার করছে কিছু সংবাদমাধ্যম।
2023-10-13