মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): ভারত এখন আর সাহায্য চায় না, সহায়তা করে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ‘অপারেশন অজয়’ প্রসঙ্গে শুক্রবার সকালে মুম্বইয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কোভিডের সময় হোক অথবা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, কিংবা আরব বসন্তের সময়, ভারত একের পর এক অপারেশন চালিয়েছে এবং ভারতীয়দের উদ্ধার করেছে। গত সাড়ে ৯ বছর ধরে এমনটা করা হচ্ছে। শুধু আমাদের দেশের নাগরিক নয়, আমরা অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করেছি। ভারত এখন আর সাহায্য চায় না, সাহায্য করে।” প্রসঙ্গত, ‘অপারেশন অজয়’-এর অধীনে শুক্রবার সকালেই যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয় নাগরিককে মাতৃভূমিতে ফিরিয়ে আনা হয়েছে।
অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়েও মুখ খুলেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “এর দু’টি দিক রয়েছে। প্রথমত, আইসিসি এটিকে কীভাবে দেখে, লাভ নাকি ক্ষতি হিসেবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আইসিসি যদি ক্রিকেটকে অলিম্পিকের একটি অংশ করে দেয়, তাহলে বিশ্বের দেশগুলির জন্য ক্রিকেটের ক্ষেত্রে বাজেট বরাদ্দ করা সহজ হবে, এটি সেই ১৯০টি দেশে ক্রিকেটকে উত্থিত করবে যেখানে ক্রিকেটে সেই পরিকাঠামো ও সুযোগ-সুবিধা নেই।”
2023-10-13