বিজওয়াড়া, ১৩ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডুর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করল তাঁর পরিবার। অনেকদিন ধরেই রাজামুন্দ্রি জেলে রয়েছেন চন্দ্রবাবু নায়ডু। স্কিল ডেভেলপমেন্ট মামলায় দুর্নীতির অভিযোগে সিআইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। চন্দ্রবাবু নায়ডুর স্ত্রী নারা ভুবনেশ্বরীর তরফে জানানো হয়েছে যে, এই কদিনে প্রায় ৫ কেজি ওজন কমেছে চন্দ্রবাবু নায়ডুর। যে কারণে তাঁর কিডনি ক্ষতিগ্রস্থ হতে পারে।
তেলেগু দেশম পার্টির প্রধান ডিহাইড্রেশন এবং চামড়ার সমস্যা রয়েছেন বলে জানা গিয়েছে। নায়ডুর ছেলে নারা লোকেশও তাঁর বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারাগারে চন্দ্রবাবু নায়ডুর জীবনের ঝুঁকি রয়েছে বলে নারা লোকেশ অভিযোগ করেছেন।