দুর্গাপুর, ১৩ অক্টোবর (হি. স.) : অজয়ে তলিয়ে যাওয়া ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের অজয় নদীতে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রীতম মন্ডল (১২)। ঝাড়খণ্ডের ঝালার এলাকায় তার বাড়ি। ছোটবেলা থেকেই প্রীতম থাকতো পাণ্ডবেশ্বর এর এবিপিট এলাকায় মামার বাড়িতে। পড়াশোনা করতো সেখানের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীতে।
মৃত প্রীতম মন্ডলের মামা গণপতি মন্ডল জানান,” প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল প্রীতম। বৃহস্পতিবার হঠাৎ করে বেলা ১১ টা নাগাদ স্কুল থেকে ফিরে আসে। তারপর গৌরব সিং নামে এক বন্ধুর সাথে বেরিয়ে যায়। সেটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা যায়। রাত্রি পর্যন্ত এদিক-ওদিক বহু খোঁজাখুঁজির পরও প্রীতমকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে গৌরব সিংকে চাপ দিলে সেই জানায়, তারা নদীর ঘাটে স্নান করতে গেছিল তারপর তলিয়ে গেছে।
পঞ্চপান্ডব মন্দির এর কাছের ঘাটে স্নান করতে নেমেছিল প্রীতম। শুক্রবার সকাল থেকে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং স্থানীয় লোকেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। দুপুর নাগাদ অজয় নদীতে রেল ব্রিজের নিচের দিকে মৃতদেহ উদ্ধার হয়।” তিনি আরও জানান,” প্রীতম প্রতি দিন সন্ধ্যা নাগাদ স্কুল থেকে বাড়ী ফেরে। এদিন কেন প্রীতম স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো এবং কেনই তাড়াহুড়ো করে এসে নদীতে স্নান করতে গেল? কেন নদীতে তলিয়ে যাওয়ার পরও বাড়িতে এসে তার বন্ধুরা জানালো না। গোটা বিষয়টি আমাদের কাছে প্রশ্ন রয়েছে।”
শুক্রবার সকালে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অজয় নদীতে নিখোঁজ প্রীতমের খোঁজ শুরু করে। এদিন বেলা এগারোটা নাগাদ অজয় নদীর ব্রিজের নিচে প্রীতমের দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।