নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর : দেবদারু বাজারের শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলো দেবদারু ফাঁড়ী থানার পুলিশ।
শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছে দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং। এরই মধ্যে বৃহস্পতিবার রাত্রিবেলায় মদ্যপান করে দেবদারু বাজারের শান্তিশৃঙ্খলা নষ্ট করার অভিযোগ পাওয়া মাত্র অভিযানে নামেছে দেবদারু ফাঁড়ী থানার পুলিশ। দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং এর বিশেষ অভিযানের মাধ্যমে দেবদারু বাজার থেকে তিনজনকে শান্তিশৃঙ্খলা ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করছে দেবদারু ফাঁড়ী থানার পুলিশ।