কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার রাজ্যে একাধিক দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মকাণ্ডের চূড়ান্ত বিরোধিতা করে শুভেন্দু অধিকারী দাবি করলেন, ‘নন্দীগ্রামের ৪৭টি পুজোই মুখ্যমন্ত্রীর প্রস্তাব ফিরিয়েছে। যাঁরা পুষ্পাঞ্জলি দেন, সংকল্প রাখেন, তাঁরা বয়কট করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল পুজো উদ্বোধনকে।’
শুভেন্দুবাবু বলেন, “আমাদের শাস্ত্র, সনাতন ধর্মের নিয়মকে ধ্বংস করে দিচ্ছেন এঁরা। জোর করে পুলিশকে দিয়ে, জেলাশাসককে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধনের কথা আমি জীবনে শুনিনি। অনেক জায়গায় প্যান্ডেলের কাজ শেষ হয়নি। জোর করে পুজো উদ্বোধন করানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধন বয়কট করা উচিত।’
তাঁর মতে, আমি সংবাদমাধ্যমের মাধ্যমে অনুরোধ করছি, যাঁরা পুষ্পাঞ্জলি দেন, সংকল্প রাখেন, তাঁরা বয়কট করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল পুজো উদ্বোধনকে। গ্রামীণ পুজোগুলো এতদিন আগে থেকে হয় না। আমাদের শাস্ত্র, সনাতন ধর্মের নিয়মকে ধ্বংস করে দিচ্ছেন এঁরা বলে মত শুভেন্দু।
শুভেন্দু অধিকারী জানান, গ্রামীণ পুজোগুলো এত আগে শুরু হয় না। টাকা পাবে কোথা থেকে? ৭০ হাজার টাকা তো একদিন খরচা হয়ে যায়। কোথাও পঞ্চমীতে উদ্বোধন করা যায়, যাঁরা বড় বাজেটের পুজো। আটদিন আগে কী করে পুজো উদ্বোধন হয়?
শুভেন্দুবাবু বলেন, “চণ্ডীপুরে আমি কিছুক্ষণ আগে দেখে এলাম, প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি। অনেক জায়গায় প্রতিমা গড়ার কাজ পর্যন্ত শেষ হয়নি। শুভেন্দু বলেন, ‘জোর করে পুলিশকে দিয়ে, জেলাশাসককে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছে।’