বালি মাফিয়ার দৌরাত্ম্যে খোয়াই নদীর করুণ অবস্থা,ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১২ অক্টোবর: এক বালি মাফিয়ার দৌরাত্ম্যে দুরাবস্থার কবলে খোয়াই নদী।খোয়াই নদীর পূর্বপাড়ে প্রণবানন্দ বিদ্যামন্দির সংলগ্ন অজগর টিলা এলাকায় সম্পূর্ণ অবৈধভাবে বালি তুলে যাচ্ছে এক বালু মাফিয়া বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্তের নাম বিজয় দাস। জানা গেছে সম্প্রতি তাকে অসামাজিক এবং দলবিরোধী কাজের জন্য মন্ডল কমিটি থেকে বহীস্কৃত করা হয়েছে। এই বিষয়ে বনদপ্তরের খোয়াই কার্যালয়ে গিয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, কোনরকম সরকারি অনুমতি ছাড়াই বালু সাম্রাজ্যের একচ্ছত্র অধিশ্বর বিজয় তার পকেট স্ফীত করছে। খোয়াই ডিভিশনাল বন আধিকারিক নিশীথ চক্রবর্তী জানিয়েছেন বিজয় দাস নামে কোন ব্যক্তির নাম বনদপ্তরের খাতায় নথিভুক্ত নেই। খোয়াই বনদপ্তর শুধুমাত্র দুজন ব্যক্তিকে সরকারি নিয়ম মেনে বালু ব্যবসার ছাড়পত্র দিয়েছেন। অথচ কোন বৈধ অনুমতি ছাড়াই এই বিজয় বালুর ব্যবসা করে চলেছেন।
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাতেও চলছে তার দমকল মেশিন। ফলে খোয়াই নদীর দুই পাড় ভেঙ্গে চওড়া হচ্ছে নদীর বুক। ভাঙছে অজগরটিলা, পশ্চিম সোনাতলা যাওয়ার রাস্তা। যানবাহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়েছে রাস্তাটি। দপ্তর, স্থানীয় প্রশাসন অথবা এলাকার জনগণ কেউই এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহন করছে না। এলাকাবাসীর অভিযোগ এভাবে চলতে থাকলে তাঁত চৌমুহনী থেকে অজগর টিলা হয়ে পশ্চিম সোনাতলা যাবার সড়কটি খোয়াই নদী গর্ভে সম্পূর্ণভাবে তলিয়ে যাবে। প্রতিবছর পূর্ত দপ্তর ( বন্যা নিয়ন্ত্রণ) লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রাস্তার পাশে নদীর পারে সি সি ব্লক বসিয়ে সারাই করে যাচ্ছে। কিন্তু এসব বালি মাফিয়াদের কারণে সরকারি অর্থ দিনের পর দিন অপচয় হয়ে যাচ্ছে বলে অভিযোগ তথ্যবিজ্ঞ মহলের। সমগ্র বিষয়টি নিয়ে এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *