নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর : আজ লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ব বিদ্যালয়, এক লব্য পরিসরে প্রাক শারদোৎসব উদযাপিত হয়েছে। এদিন ধর্মশাস্ত্র বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২ টায় “উত্তর পূর্ব ভারতের দুর্গাপূজার ঐতিহ্য, উৎপত্তি ও বিকাশ” বিষয়ের উপর অধিবেশনের আয়োজন করা হয়েছিল। যাতে সংস্কৃত বিভাগ থেকে ডঃ অনিল কুমার আচার্য, ডঃ বি আর আম্বেদকর কলেজের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাশাস্ত্র বিভাগের প্রধান ডঃ বি.পি.এম শ্রীনিবাস এবং ধর্মশাস্ত্র বিভাগের প্রধান ডঃ মনোজ কুমার সাহু মহাপাত্র। এদিনের সম্পূর্ণ অধিবেশনের সভাপতিত্ব করেছেন একলব্য ক্যাম্পাসের ভারপ্রাপ্ত নির্দেশক অধ্যাপক অবধেশ কুমার চৌবে।
এদিন দুপুর ২ টায় পরিসরের সভাগারে দ্বিতীয় অধিবেশনে দুর্গাপূজার থিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আধ্যাপক, অধ্যাপিকা সহ কর্মচারী সদস্যরা।