কোরবা, ১১ অক্টোবর (হি. স.) : ছত্তিশগড়ের কাটঘোড়া বিলাসপুর জাতীয় সড়কে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল আরেহীর। আহত আরও দুই। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।
জানা গেছে, জাটগা নওয়াপাড়ার বাসিন্দা বাবুলাল সুরকা, সাপলওয়ার বাসিন্দা কিতাব সিং এবং করিমাটির বাসিন্দা রাগি কুমার পালিতে এসেছিলেন ব্যাঙ্ক থেকে টাকা তুলতে। কাজ শেষ করে তারা তিনজনই বাড়ি ফিরছিলেন। সেই গ্যাস সিলিন্ডার ভর্তি একটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে মোটরসাইকেলের পিছনে বসা কিতাব সিং ও রাগি কুমার ছিটকে গিয়ে দূরে পড়ে যান এবং বাবুলাল চাকার নিচে চলে আসেন। এই ঘটনায় ঘটনাস্থলেই বাবুলালের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পালি থানার পুলিশ। পুলিশ সামান্য আহত দুই গ্রামবাসীকে হাসপাতালে পাঠায়। এই ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।