নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর : স্বামীকে খুনের দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন খোয়াই জেলার জেলা ও দায়রা জজ আদালত। ঘটনার বিবরণে প্রকাশ, ১২.০৩.২০২৩ তারিখে রাতে দা দিয়ে খোয়াই রামচন্দ্রঘাট এলাকার বাসিন্দা স্বামী রবীন্দ্র তাঁতির মাথা কেটে ফেলেছিলেন স্ত্রী সাবিত্রী তাঁতি(৪০)। চাঞ্চল্যকর এই ঘটনার পর স্ত্রী সাবিত্রী তাঁতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে ইউ/এস ৩০২ আইপিসি ধারায় মামলা নিয়েছিল পুলিশ। খোয়াই থানায় এই মামলার নম্বর ছিল, ১৮/২০২২। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ সাবাল জবাবের পর সোমবার খোয়াই জেলার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার শুনানি দিয়েছেন। এই মামলায় সাবিত্রী তাঁতিকে দোষী সাব্যস্ত করেছে আদালত এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।