ডাক সপ্তাহ উদযাপন : প্রাপ্তির দিনেই ১০০% ডাক ডেলিভারির ওপর গুরুত্ব উত্তর পূর্বের পোস্টমাস্টার জেনারেলের, রপ্তানিকারকদের জন্য ওয়ান-স্টপ গন্তব্য হিসেবে ৮টি ডাক ঘর নিয়ত কেন্দ্র খুলেছে ত্রিপুরায়

আগরতলা, ৯ অক্টোবর : প্রতি বছরের মতো এই বছরও ডাক বিভাগ সারা দেশে আজ ৯ অক্টোবর থেকে জাতীয় ডাক সপ্তাহ পালন করছে, এই উদযাপন আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। এই উপলক্ষে ডাক বিভাগের ত্রিপুরা এবং মিজোরাম নিয়ে গঠিত উত্তর-পূর্ব-১ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল জোসেফ লালউইনসেইলোভা আজ এখানে জানান, দৈনন্দিন জীবযাত্রায় এবং ব্যবসার কাজে ডাক পরিষেবার ভূমিকা সম্বন্ধে জন সচেতনতা তৈরী করতে সপ্তাহটি বিশেষভাবে পালন করা হয়।  এই বছরের ডাক দিবসের থিম হচ্ছে টুগেদার ফর ট্রাস্ট।

ডাক পরিষেবার বিভিন্ন অগ্রগতিমূলক দিক সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, এ বছরের সেপ্টেম্বরে আগরতলায় পার্সেল হাব প্রতিষ্ঠা করা হয়েছে। এখন আগরতলা ডাক বিভাগ থেকে যে কোনো ধরণের পার্সেল গন্তব্য হাবে পাঠালে দুই ডাক ঘরের মধ্যে সরাসরি যোগাযোগ থাকছে| এছাড়া স্পিড পোস্ট পার্সেলগুলি এখন  বিমানে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত পরিবহন করা হচ্ছে ।

আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ, ‘ডাকঘর নিয়ত কেন্দ্র’ সম্পর্কেও জন সচেতনতা তৈরী করতে ডাক সপ্তাহে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে| পোস্ট মাস্টার জেনারেল  জানান, ডাক ঘর নিয়ত কেন্দ্র এই অঞ্চলের সমস্ত জেলা সদর দপ্তর পোস্ট অফিসে কাজ করেছে। ত্রিপুরায় এরকম কেন্দ্র রয়েছে আগরতলা, রাধাকিশোরপুর, সোনামুড়া, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাশহর, আমবাসা  ও খোয়াই ডাকঘরে| মিজোরামে ‘ডাকঘর নিয়ত কেন্দ্র’ রয়েছে আইজল, চাম্পাই, লুংলেই, মামিত ও সিয়াহা শহরে| ডাক ঘর নিয়ত কেন্দ্র হলো রপ্তানিকারকদের জন্য একটি ওয়ান-স্টপ গন্তব্য| এক জায়গা থেকেই রপ্তানি-সম্পর্কিত ডকুমেন্টেশন, লজিস্টিকস, কাস্টমস পদ্ধতি এবং প্যাকিংয়ের জন্য সামগ্রিক সহায়তা করা হয়| আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতাগুলিকে সহজে অতিক্রম করার সুবিধা পাওয়া যায়। রপ্তানিকারকরা, এর সুবিধা নিতে https://dnk.cept.gov.in এ নিবন্ধন করতে পারেন।

এই সপ্তাহ পালনে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে তিনি জানান, ১০ অক্টোবর পালিত হবে ভিত্তিয়া স্বশক্তিকরণ দিবস। সেদিন  সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্ট অফিসের নেতৃত্বে শান্তিরবাজার টাউন হলে ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর পালিত হবে ফিলেটলি ডে। ফিলেটলি ডে তে বিভিন্ন স্কুল ডিজিটাল ইন্ডিয়া ফর নিউ ইন্ডিয়া,স্ট্যাম্প ডিসাইন, কুইজ ইত্যাদি বিষয়ের উপর জাতীয় স্তরের প্রচারাভিযানা অংশ নেবে। ১২ অক্টোবর পালিত হবে মেল এবং পার্সেল দিবস। রাজ্য সরকারের প্রতিনিধি এবং ব্যবসায়ী ও রপ্তানিকারকদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই অঞ্চলের ডাক ঘরগুলিতে পার্সেল প্রাপ্তির দিনেই  যাতে ১০০ শতাংশ গ্রাহকের হাতে পার্সেল পৌঁছানো যায় এর জন্য প্রচেষ্টা নিতে পোস্ট মাস্টার এবং ডেলিভারি কর্মীদের মধ্যে এক কর্মশালাও  আয়োজিত হবে। ১৩ অক্টোবর পালিত হবে অন্ত্যোদয় দিবস। অন্ত্যোদয় দিবসে ডিজিটাল লেনদেন, আর্থিক স্বাক্ষরতা প্রসারের লক্ষ্যে গ্রামীণ ও অনুন্নত এলাকায় কর্মশালার আয়োজন করা হবে ।

ডাক সপ্তাহের উদযাপন এর এই দিনগুলোতে ডাক বিভাগের পরিষেবায় সাম্প্রতিক সংযোজনগুলি সম্পর্কে এবং এগুলোর আর্থসামাজিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কে জনসাধারনকে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে| ডাক পরিষেবায় নতুন সংযোজনগুলির মধ্যে আছে,  ডাক ব্যাঙ্কিং, পোস্টাল বীমা, মেইল এবং পার্সেল পরিষেবা ইত্যাদি| পোস্ট মাস্টার জেনারেল জানান, ডাক ঘর এখন অন্তিম স্তরের ব্যবহারকারী এবং ক্ষুদ্র শিল্পদ্যোগী  এবং কারিগরদের কাছে সরাসরি সুবিধা স্থানান্তর,  সামাজিক নিরাপত্তা পেনশন,  জন সুরক্ষা স্কিম (PMJJBY, PMSBY, APY), সুকন্যা সম্বৃদ্ধি অ্যাকাউন্ট,  মহিলা সম্মান শংসাপত্র,  আধার তালিকাভুক্তি ইত্যাদি কার্যক্রমগুলি দ্রুত পোঁছে দিতে ওয়ান স্টপ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে|