রায়গঞ্জ, ৯ অক্টোবর (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা ১২ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাংকারের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম শৈলেন্দ্র বর্মন(৭০) বাড়ি রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা হাট এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গ্যাস ট্যাংকারটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পাশাপাশি রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।