ভোপাল, ৮ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এবং গল্পকার মুন্সি প্রেমচাঁদকে তাদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। উভয় মহান ব্যক্তিত্বকে স্মরণ করে তিনি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
মুখ্যমন্ত্রী চৌহান সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লেখেন, “আমি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণজির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, উনি তাঁর বিপ্লবী চিন্তার আলোয় দেশকে রাজনৈতিকভাবে জাগিয়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকাতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন। ভারতরত্ন প্রাপ্ত জয়প্রকাশ নারায়ণজির প্রগাঢ় চিন্তা ও দর্শনের উজ্জ্বল আলো সর্বদা যুবসমাজকে জাতীয় সেবা ও সমাজকল্যাণে অনুপ্রাণিত করবে।”
অন্য একটি বার্তায়, মুন্সি প্রেমচাঁদকে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করে মুখ্যমন্ত্রী চৌহান লেখেন, “আমি মহান গল্পকার, ঔপন্যাসিক সম্রাট, মুন্সি প্রেমচাঁদজির প্রতি শ্রদ্ধা জানাই। উনি উনার অনন্য লেখার মাধ্যমে চরিত্র এবং সৃষ্টিকে অমর করেছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য। আপনার অমূল্য রচনা যেমন গোদান, গাবন, নির্মলা, ইদগাহ, বুধী কাকি, সাহিত্য জগতকে সমৃদ্ধ করেছে।”

