গ্যাংটক, ৮ অক্টোবর (হি.স.): মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে লন্ডভন্ড অবস্থা সিকিমে। প্রাকৃতিক এই দুর্যোগের সময় সিকিম সরকারের পাশে দাঁড়িয়ে ভারত সরকার। সিকিমের বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা হয়েছে তাঁর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র বলেছেন, “সিকিম বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং সেখানে রাস্তা ও পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আমরা একটি দল গঠন করেছি যাতে কৃষি, সড়ক, জল ও জ্বালানি মন্ত্রকের আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকদেরও এখানে পাঠানো হয়েছে।”
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, “রাজ্যে বন্যার বিষয়ে আমরা মন্ত্রী অজয় কুমারের সঙ্গে একটি বৈঠক করেছি। প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গোটা কেন্দ্রীয় সরকার সিকিমের মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করছে। কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে এবং আমরা বিআরও এবং অন্যান্য বিভাগের সঙ্গেও কাজ করছি। আমি সিকিম সরকারকে অবিলম্বে তহবিল দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই।”

