জাতীয় জুনিয়র গার্লস ফুটবলে ২য় ম্যাচে অন্ধ্রে হোঁচট ত্রিপুরার

অন্ধ্রপ্রদেশ: ৮

ত্রিপুরা: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। দ্বিতীয় ম্যাচে দারুন হোঁচট খেলো ত্রিপুরা। উদ্বোধনী ম্যাচে চন্ডিগড় কে ৩-০ গোলে হারানোর রেশ কাটতে না কাটতেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে ছিটকে ত্রিপুরার অবস্থান এখন তৃতীয় শীর্ষে। কেননা দ্বিতীয় ম্যাচে চন্ডিগড় আজ, শনিবার ১-০ গোলে পন্ডিচেরিকে হারিয়েছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশের কাছে শূন্য-আট গোলে ত্রিপুরার পরাজয়ের কারণে গোল ব্যবধানের নিরিখে রাজ্য দলকে একধাপ পিছিয়ে পড়তে হয়েছে। প্রথমার্ধেই বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে রাজ্য দলের মেয়েরা অনেকটা ছন্নছাড়া খেললে অন্ধ্রপ্রদেশের নন্দিনী একাই যেন ত্রিপুরাকে গ্রাস করে ফেলে। নন্দিনীর হ্যাটট্রিক অন্ধ্রপ্রদেশকে ৮-০ গোলে জয় এনে দেয়। ত্রিপুরার পরবর্তী ম্যাচ ৯ অক্টোবর পন্ডিচেরির বিরুদ্ধে।