আগরতলা, ৭ অক্টোবর: আজ খোয়াইয়ে ৩৩ কিলো ভোল্ট বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করেছন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। এই সাব স্টেশনটি খোয়াই সহ বিস্তীর্ণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি।
এদিন তিনি আরও জানান, খোয়াই অফিসটিলায় ৮ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এই সাব স্টেশনটি চালুর ফলে খোয়াই শহরের মোট ৯টি এলাকার ১৫ হাজার ৭শত ৫ জন বিদ্যুৎ ভোক্তা উপকৃত হবেন।
এদিন তিনি বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য স্থানীয় মানুষদের কাছে অনুরোধ জানিয়েছেন।