ভোপাল, ৬ অক্টোবর (হি.স): আরএসএস-এর প্রচারক ও বর্ষীয়াণ নেতা পেয়ারেলাল খান্ডেলওয়ালকে তাঁর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী চৌহান পেয়ারেলাল খান্ডেলওয়ালজিকে শ্রদ্ধা অর্পণ করেন। মুখ্যমন্ত্রী চৌহান শুক্রবার একটি এক্স বার্তায় জানান, আমাদের বর্ষীয়ান শ্রদ্ধেয় পেয়ারেলাল খান্ডেলওয়াল জি নিজের ত্যাগ, তপস্যা উৎসর্গ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জনসংঘ এবং বিজেপিকে মধ্যপ্রদেশের অগণিত মানুষের মনে স্থাপন করেছিলেন। আমাদের প্রবীণ শ্রদ্ধেয় পেয়ারেলাল খান্ডেলওয়ালজি তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত দেশ ও সমাজের উন্নতির জন্য উৎসর্গ করেছিলেন। শ্রদ্ধেয় খান্ডেলওয়াল জির আদর্শ জীবন এবং প্রখর বিচার সবসময় আমাদের সেবার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
2023-10-06