ফের ক্ষমতায় ফিরলে ছত্তিশগড়েও জাতিগত জনগণনা হবে, প্রতিশ্রুতি দিলেন প্রিয়াঙ্কা

কাঙ্কের, ৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কের থেকে বড় ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। শুক্রবার জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, “আমি ঘোষণা করছি, যদি কংগ্রেস ছত্তিশগড়ে পুনরায় সরকার গঠন করে, তাহলে বিহারের মতো আমরাও রাজ্যে জাতিগত জনগণনা করব।”

প্রিয়াঙ্কা গান্ধী এদিন ছত্তিশগড় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে বলেন, “এখানকার কংগ্রেস সরকার আপনাদের (জনসাধারণের) জন্য কাজ করেছে। গত ৫ বছরে এখানকার ৪০ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে উন্নীত করা হয়েছে।”
প্রিয়াঙ্কা এদিন আরও বলেছেন, “শুধু সময়ের সঙ্গে সঙ্গে আস্থা তৈরি হয়, এখন যদি আপনাদের ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের উপর আস্থা থাকে, কারণ এখানকার বর্তমান সরকার কংগ্রেসের পুরনো ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছত্তিশগড়ের সঙ্গে আমার পরিবারের পুরনো সম্পর্ক রয়েছে। স্বাধীনতা সংগ্রামের সময় পন্ডিত নেহেরু এখানে এসেছিলেন। আমার ঠাকুমা ইন্দিরাজি ১৯৭২ সালে বস্তার সফর করেছিলেন। আমার বাবা এবং মা-ও ছত্তিশগড়ের জনগণের সমস্যাগুলি বোঝার জন্য এবং পরামর্শের জন্য বহুবার বস্তারে গিয়েছিলেন। এভাবেই আস্থা তৈরি হয়েছিল ছত্তিশগড়ে কংগ্রেস পার্টিতে।”