গ্যাংটক, ৬ অক্টোবর (হি.স.): সিকিমে প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন ২১ জন। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের পর ৪৮ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও ১১৮ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। সিকিম সরকারের পক্ষ থেকে শুক্রবার সকালে জানানো হয়েছে, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১-এ পৌঁছেছে। খোঁজ পাওয়া যায়নি ১১৮ জনকে, তাঁদের খোঁজে সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল তল্লাশি অভিযান জারি রেখেছে।
মেঘভাঙা বৃষ্টি এবং দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম। বুধবার গোটা দিন জুড়ে সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ে ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা। নদীর ঘোলা জলের ঘূর্ণিতে ভেসে আসছে একের পর এক দেহ। শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২১-এ পৌঁছেছে। তাঁদের মধ্যে ছ’জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে চার জন সেনা জওয়ান আর বাকি দু’জন সাধারণ মানুষ।