নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ অক্টোবর : তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের ব্যবস্থাপনায় মহারানীপুর বাজার হাইস্কুলে এক প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। সংশ্লিষ্ট স্বাস্থ্য শিবির সহ প্রশাসনিক শিবিরে উপস্থিত থেকে পরিষেবা গ্রহণ করার জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ সহ স্বতঃস্ফূর্ততা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে। এই সরকারি উদ্যোগে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে নিজের আলোচনায় অংশগ্রহণ করে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেছেন বর্তমান সময়ের সরকার এমন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে যাতে করে সরকার মানুষের কাছে গিয়ে পৌঁছবে মানুষকে সরকার বা প্রশাসনের কাছে হন্নে হয়ে খুঁজতে হবে না। পাশাপাশি যেভাবে মহকুমা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং এর সাথে সাথে স্বাস্থ্য পরিষেবার সুযোগ প্রদান করে দিয়েছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে রাজ্য সরকারের তরফ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই শিবিরের মধ্য দিয়ে মন্ত্রী সাহেব জানান, উনার আগে পি আর টি সি সার্টিফিকেট ছিল না তাই আজ এখানে ফ্রম ফিলাপ করে সঙ্গে সঙ্গে এস ডি এম সাহেবের হাত দিয়ে উনি নেন এই সার্টিফিকেট পেয়েছেন। এই প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবিরে তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য সহ মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা ,মুঙ্গীয়াকামি ব্লকের ভিডিও এবং বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
2023-10-06