নিউইয়র্ক, ৫ অক্টোবর (হি.স.): মেসি মাঠে নেই, মিয়ামিরও আর জয় নেই। মেসিকে ছাড়া টানা চার ম্যাচ জয় থেকে বঞ্চিত হল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী, ৫ অক্টোবর) ভোরে শিকাগোর কাছে ৪-১ গোলে হেরেছে তারা। ইনজুরির জন্য গত কয়েকটা ম্যাচে মাঠে নামেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
এই হারে ১৪তম অবস্থানেই থাকল ইন্টার মায়ামি। আর এই জয়ে টেবিলের আট নম্বর স্থানে উঠে এলো শিকাগো ফায়ার। আগামী ৮ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি। এছাড়া এই হারের ফলে মায়ামির প্লে-অফে খেলার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিল।