মির্জাপুর, ৫ অক্টোবর (হি. স.) : উত্তর প্রদেশের দেহাত কোতোয়ালি এলাকার ইটওয়া গ্রামের কাছে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। দুর্ঘটনায় গুরুতর জখম আরও এক মহিলা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেব পান্ডে (৫২), রোহিত মিশ্র (২৩) ঘটনাস্থলেই মারা যান । দেব পান্ডের স্ত্রী সাবিত্রী দেবী (৪৬) গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি দেহাত থানার পুলিশ এসে আহত সাবিত্রী দেবীকে চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে পাঠায়। পুলিশ নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে।