রাজস্থানে জুনিয়র গার্লস জাতীয় ফুটবলে চন্ডিগড়কে হারিয়ে গ্রুপ শীর্ষে ত্রিপুরা

ত্রিপুরা-‌৩                                                                                      চন্ডিগড়-‌০

(‌শ্রেয়া, বিনতা, মেরিনা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।।দুরন্ত ত্রিপুরা। জয় দিয়ে শুরু করলো অভিযান। পরাজিত করলো চন্ডিগড়কে। অনূর্ধ্ব-‌১৭ জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবলে। রাজস্থানের ওমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ৩-‌০ গোলে পরাজিত করে চন্ডিগড়কে। শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেললেও রাজস্থানের প্রচন্ড গরমে দ্বিতীয়ার্ধে কোনও দলের ফুটবলাররাই নিজেদের স্বভাবসিদ্ধ খেলা খেলতে পারেনি। তবে প্রাপ্ত সুযোগ গুলো যদি কাজে লাগাতে পারতো তাহলে এদিন কমকরে আধ ডজন গোলে জয় পেতে পারতো ত্রিপুরা। একটি গোল করলেও শ্রেয়া দেব আরও দুটি এবং কেয়া দেববর্মা একটি সহজ সুযোগ নষ্ট করে একসময় দলকে চাপে ফেলে দিয়েছিলো। ত্রিপুরা প্রথমার্ধেই আসরের প্রথম জয় নিশ্চিত করে নিয়েছিলো। প্রথমার্ধেই ত্রিপুরা এগিয়ে গিয়েছিলো ২-‌০ গোলে। ত্রিপুরার পক্ষে শ্রেয়া দেব এবং বিনতা সিনহা গোল করে এগিয়ে দিয়েছিলো ত্রিপুরাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে ত্রিপুরার জয় নিশ্চিত করে দেন মেরিনা জমাতিয়া। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে ত্রিপুরার শ্রেয়া দেব। খেলা শেষে ত্রিপুরার কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন, “প্রচন্ড গরমে নাজেহাল মেয়েরা। তাই দ্বিতীয়ার্ধে খেলতেই পারেনি। নতুবা আরও বড় ব্যবধানে জয় পেতে পারতাম। এদিনের জয় পরের ম্যাচের আগে মনোবল আরও বাড়াবে”। ৭ই অক্টোবর, শনিবার ত্রিপুরার দ্বিতীয প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ।‌ ওইদিন অপর খেলায় পন্ডিচেরি লড়বে চন্ডিগড়ের বিরুদ্ধে। এদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় স্তরে ডি-গ্রুপের অপর খেলায় অন্ধ্রপ্রদেশ ৩-১ গোলে পন্ডিচেরিকে পরাজিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *