তিস্তা নদী থেকে উদ্ধার তিনটি দেহ

ময়নাগুড়ি, ৫ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ির ময়নাগুড়ির দক্ষিণ ধর্মপুর তিস্তা নদী থেকে উদ্ধার হল তিনটি দেহ। অনুমান, সেখানে আরও দেহ আটকে রয়েছে। দেহগুলি সবকটি সিকিমে হড়পা বানে নিখোঁজদের বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত দেহগুলির পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দক্ষিণ ধর্মপুর এলাকায় তিস্তা নদীতে নৌকা নামিয়ে দেহগুলিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ এবং বিএসএফের জওয়ানরা। প্রসঙ্গত, বুধবার মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লোনাক হ্রদ ভেঙে বিপুল জলরাশি উপচে পড়ে তিস্তায়। নিহত হয়েছেন ১৪ জন । নিখোঁজ শতাধিক। অন্তত ১৪ টি ব্রীজ সিকিমে ভেঙে পড়েছে। আটকে রয়েছেন ৩০০০ এরও বেশি পর্যটক। সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি ভেঙে গিয়েছে। তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিনও কিছু এলাকায় ছোট বড় ধস নেমেছে বলে জানা গিয়েছে। ফলে যেকোনও সময় আরও বড় বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *