নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৫ অক্টোবর : কৈলাসহর পাইতরবাজার মোটরস্ট্যান্ড এলাকায় এক চোরকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে কৈলাশহর থানার পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। প্রাপ্ত সংবাদে জানা যায় যে ভদ্র দেববর্মা নামে এক যুবক অজয় রায়ের বাস গাড়ি থেকে গতকাল গভীররাতে একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে সেই বাস গাড়ির চালক বাসটি চালু করতে গেলে চালু না হওয়ার কারণে তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং তিনি দেখতে পান সেই বাস গাড়িটির মধ্যে ব্যাটারি নেই। এরপর উনাদের মনে সন্দেহ জাগে। কেননা গতকাল যখন সেই বাস গাড়িটি পরিষ্কার করা হচ্ছিল ঠিক সেই সময় ভদ্র দেববর্মা এসে সেই বাস গাড়িটির সব খোঁজ খবর নেয়। তারই পরিপ্রেক্ষিতে সব গাড়ির চালকরা একত্রিত হয়ে ভদ্র দেববর্মাকে খুঁজে বের করে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায়। এরপর সে নিজের মুখে স্বীকার করে সে বাস গাড়িটির ব্যাটারি চুরি করেছে এবং তার সাথে আরো দুইজন যুবক জড়িত রয়েছে। এরপর তাকে উত্তম মধ্যম দিয়ে খবর পাঠানো হয় কৈলাশহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার এএসআই মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈলাশহর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে। স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে ভদ্র দেববর্মা একজন কুখ্যাত চোর। এর আগেও একাধিকবার কৈলাশহর মহকুমা জুড়ে চুরি-কাণ্ড সংগঠিত করেছে সে।।তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কৈলাসহর থানায়। পাশাপাশি সে বিভিন্ন ধরনের নেশা সেবন করে বলেও স্থানীয়দের কাছ থেকে জানা যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
2023-10-05

