ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।। রাখাল শীল্ডে পরাজয়ের কথা যেমন ফরোয়ার্ড ক্লাব ভুলেনি, তেমনি রামকৃষ্ণ ক্লাবও স্মরণে রেখেছে লীগ পর্যায়ে হারের কথা। এখন সুপারে সাক্ষাৎকার। খেতাবের দৌড়ে প্রথম জয়ের সন্ধানে মরিয়া দুই দলই। সুপার লিগের প্রথম দুটি ম্যাচ গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হওয়ায় আখেরে চার দলের শিবিরে আপাতত স্বস্তি বিরাজ করছে। তবে প্রথম যে দল জয়ের স্বাদ পাবে সাফল্যের লক্ষ্যে তারা ঠিকই এক ধাপ এগিয়ে যাবে। চারদলীয় সুপারলিগে প্রথম জয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সুপার ফোরের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে ফরওয়ার্ড ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের পর দ্বিতীয় ম্যাচটিতেও এগিয়ে চলো সংঘ এবং রামকৃষ্ণ ক্লাবের খেলা ড্র-তে নিষ্পত্তি হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের ম্যাচের গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। দুই দলই চাইছে জয়ী হয়ে চ্যাম্পিয়নের পথ প্রশস্ত করে নিতে।
প্রথম জয়ের স্বাদ একটা দলের মনোবল নিঃসন্দেহে বাড়িয়ে তোলে। সুপার লিগের তৃতীয় ম্যাচে আগামীকাল ফরোয়ার্ড ক্লাব খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ড্র করে সমপর্যায়ে অবস্থান করছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লীগের সুপার ফোর এর তৃতীয় ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। বিকেল তিনটায় স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। চলতি মরশুমে ফরোয়ার্ড ক্লাব ও রামকৃষ্ণ ক্লাবের এটি তৃতীয় সাক্ষাৎকার। রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল আসরের সেমিফাইনালে, ১৮ আগস্ট প্রথম সাক্ষাতে রামকৃষ্ণ ক্লাব ২-১ গোলে ফরোয়ার্ড ক্লাবকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছিল। গত ১৭ সেপ্টেম্বর প্রথম ডিভিশন লিগের খেলায় ফরোয়ার্ড ক্লাব এক-শূন্য গোলে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে রাখালে পরাজয়ের মোক্ষম জবাব দিয়েছিল। সুপার লিগের খেলা বলে মাঠ কিন্তু দর্শকাকীর্ণ থাকছে। আপামর দর্শকের প্রত্যাশা ভালো খেলা দেখার। সে অনুযায়ী দুই দল ওইদিন মাঠে কেমন খেলা প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়। ৭ই অক্টোবর সুপার লিগের চতুর্থ ম্যাচে এগিয়ে চলো সংঘ খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে।

