ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আজীবন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবারের সদস্য সহ আজীবন সদস্যদের সংবর্ধনাও দেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক অভিজাত হোটেলে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে আজীবন সদস্যদের সঙ্গে মতবিনিময়ে করা হয়েছে। টিসিএ-র সভাপতি তপন লোধ, ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে প্রমুখ এই মতবিনিময়ে সভায় উপস্থিত ছিলেন।