নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : দিল্লিতে সাংবাদিকদের হেনস্তা ও গ্ৰেপ্তারের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখালো বিলোনিয়ার বামপন্থীরা। পাশাপাশি সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির বাড়িতে পুলিশের তল্লাশির বিরুদ্ধেও ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে এদিন। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি পালন হয় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে মিছিল সংগঠিত করে জমায়েত হয় জেলা জন গ্ৰন্থাগারের সামনে। বিক্ষোভস্থলে দাঁড়িয়ে সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা স্লোগান তুলেন। আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দও বলেন আমাদের দেশের সরকার বিভিন্ন ক্ষেত্রে যখন স্বৈরাচারী পদক্ষেপ গ্রহন করছে তেমনি দুর্নীতির আশ্রয় গ্রহন করছে। দুর্নীতি আর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বললে একের পর এক সাংবাদিকদের হেনস্তা করা হচ্ছে। সাংবাদিকদের হেনস্তা মানে গনতন্ত্রের উপর আক্রমণ বলে উল্লেখ করেন তিনি এদিন। কেন্দ্রীয় সরকারের এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে।
তিনি আরো বলেন আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচীতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন। এদিনের বিক্ষোভস্থলে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত , দুই বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র,শ্রমিক নেতৃত্ব বিজয় তিলক, ত্রিলোকেশ সিনহা,সিপিআইএম প্রবীণ নেতৃত্ব আইনজীবি জ্যোতির্ময় সোম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।