অরুন্ধুতিনগরের বিভিন্ন পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কাউন্সিল গুলোকে  স্বচ্ছ প্রসাশনের ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছে

আগরতলা, ৪ অক্টোবর : অরুন্ধুতিনগরের গ্রাম স্বরাজ ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে বিভিন্ন পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কাউন্সিল গুলোকে কাজের নিরিখে অর্থাৎ স্বচ্ছ প্রসাশনের ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছে ।

এতে কল্যাণপুর এর দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্থান দখল করে পুরো খোয়াই জেলার মধ্যে। মঞ্চে দক্ষিণ ঘিলাতলী পঞ্চায়েত এর প্রধান জয়কুমার দাস এবং পঞ্চায়েত সচিব মকবুল মিয়ার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।

এই অনুষ্ঠানে গ্রামোন্নয়ন দপ্তরের চিফ সেক্রেটারি সন্দীপ রাঠোর ছাড়াও পঞ্চায়েত দপ্তরের অন্যান্য অফিসার রা উপস্থিত ছিলেন। কল্যাণপুর থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান সোমেন গোপ এবং ভাইস চেয়ারম্যান রাজীব পাল প্রমুখ। প্রতিবেদককে কল্যাণপুর ব্লকের ভাইস চেয়ারম্যান রাজীব পাল জানান মোট নয় টি থিম এর উপরে মঙ্গলবার পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে স্বচ্ছ প্রশাসনের জন্য দক্ষিণ ঘিলাতলী পঞ্চায়েত জেলার মধ্যে দ্বিতীয় হয়।