কলকাতা, ৪ অক্টোবর (হি স)। অবশেষে স্বস্তি পাওয়ার পথে কলকাতার বেসরকারি স্কুলে ৮২ জন পড়ুয়া। বোর্ডের পরীক্ষার ফর্ম ফিল আপ করার পর তারা জানতে পেরেছিল, অনুমোদনই নেই ওই স্কুলের। বিষয়টা সামনে আসার পর হাইকোর্টের দ্বারস্থ হন পড়ুয়াদের অভিভাবকেরা। আদালত তৎপর ছিল, যাতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যায়।
দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে আদালতে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ওই স্কুল কর্তৃপক্ষকে। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন, অন্য কোনও স্কুল থেকে ওই পড়ুয়াদের বোর্ডের পরীক্ষার আবেদনফত্র পূরণের ব্যবস্থা করতে হবে। পুজোর ছুটির আগেই যাতে এই কাজ হয়ে যায়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বোর্ডকে।

