ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।। ফুটবলারদের এক বছরের জন্য লিগে খেলার সাসপেন্ড করার মধ্য দিয়ে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এর জন্য টিএফএ কে বিষয়টা নিয়ে আরও গভীর চিন্তাভাবনা করা প্রয়োজন। কেননা খেলোয়ার হিসেবে ফুটবলাররা নিশ্চয়ই সচেতন। সন্তোষ ট্রফিতে রাজ্যের হয়ে খেলে আসার বেনিফিট কি সেটাও তাদের ভাবিয়ে তোলে। বিগত সময়ে সন্তোষ ট্রফিতে রাজ্যের হয়ে অংশগ্রহণ করে এসেছে এমন অনেক ফুটবলারই রয়েছেন, কিন্তু শারীর শিক্ষকের চাকরি বা ফুটবল কোচের দায়িত্ব হোক, কোনও কিছুতে তেমন কোন বেনিফিশিয়ারি হচ্ছেন বলে ফুটবলারদের জানা নেই। পক্ষান্তরে খেপ ম্যাচ খেললে তাৎক্ষণিক কিছু অর্থকরী সুবিধা তাদেরকে প্রলুব্ধ করে। স্বাভাবিক কারণে সন্তোষ ট্রফির মত জাতীয় আসরে রাজ্য দলের হয়ে খেলার অনাগ্রহ বা অনীহা থেকেই যাচ্ছে। এর থেকে উত্তরণের পথে যেতে গেলে টিএফএ-কেই উপযুক্ত ভূমিকা নিতে হবে। বিভিন্ন লিগ টুর্নামেন্টের স্পন্সরের থেকে বা অন্যান্য সোর্স থেকে প্রাপ্ত অর্থ রাশি রাজ্য দল গঠন এবং তাদের বর্ধিত হারে ম্যাচ-মানি প্রদান ইত্যাদির মধ্য দিয়ে খেলোয়াড়দের সামনে আকর্ষণীয় অফার বা বেনিফিট তুলে ধরা আবশ্যক বলে ফুটবল মহলের ধারণা।
এদিকে যা ঘটলো, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সন্তোষ ট্রফি জাতীয় ফুটবলের জন্য রাজ্য দল গঠনের উদ্দেশ্যে প্রাথমিক বাছাইকৃত ২২ জন ফুটবলারকে সিলেকশন ট্রায়ালে ডাকা হলেও সাত জন ফুটবলার কোনও রকম কারণ দর্শানো ব্যতিরেকে রিপোর্ট করেননি। তারা হলো: বিকন চাকমা, আর স্টাপোস, এলটন ডারলং, অমিত জমাতিয়া, শান্তা জয় রিয়াং, সুমিত ধানুক ও ক্যালভিন ডারলং। স্বাভাবিক কারণে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ ওই সাতজন ফুটবলারের প্রতি এতটাই ক্ষুব্ধ হয়েছে যে, আগামী এক বছরের জন্য তাদেরকে টুর্নামেন্ট থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, মাঠে রিপোর্ট করা ১৫ জন ফুটবলারের মধ্যে আটজন ফুটবলার সিলেকশন ট্রায়াল ক্যাম্পে অনিয়মিত উপস্থিতি থেকে একদিকে অসহযোগিতার ইঙ্গিত দিয়েছেন, অপরদিকে অন্যত্র বিভিন্ন খেপ খেলার মধ্যে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন। তারা হলো: অলক জমাতিয়া, বিশাল জমাতিয়া, চুকথার জমাতিয়া, লালবাঙ্গা ডারলং, রজনীকান্ত ত্রিপুরা, মনীষ দেববর্মা, রাজদীপ দে, সঞ্জীব শীল। এ ব্যাপারেও টিএফএ এই আটজনের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উত্তর চেয়ে শো-কজ নোটিশ পাঠাবে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী ব্যক্ত করেছেন।ইতোমধ্যেই এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।