অর্থনৈতিক সমৃদ্ধি সহ সুস্থায়ী, অন্তর্ভূক্তিমূলক ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ অক্টোবর: অর্থনৈতিক সমৃদ্ধি সহ সুস্থায়ী, অন্তর্ভূক্তিমূলক ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। আজ আগরতলার হলিক্রস স্কুল প্রাঙ্গণে আয়োজিত ‘সাস্টেনেবল ডেভেলপমেন্ট : এন অ্যাফোর্ট টুওয়ার্ডস এ বেটার টুমরো’ শীর্ষক প্রদর্শনী ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, সুস্থায়ী উন্নয়নের মধ্য দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এজন্য চাই সকলের সম্মিলিত প্রচেষ্টা। ভারতের সভাপতিত্বে জি-২০’র মূল ভাবনা ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ আমাদের মনে করিয়ে দেয় আমরা এক বিশ্ব এক পরিবার ও এক ভবিষ্যতের অংশ। এই প্রাচীন দর্শনেও প্রতিফলিত হয় পৃথিবী একটি পরিবার এবং একে অপরের সাথে যুক্ত ও নির্ভরশীল। 

এদিন তিনি আরও বলেন, জি-২০ সম্মেলনে শক্তিশালী, সুস্থায়ী, অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও ভারসাম্যপূর্ণ বৃদ্ধি বিষয়গুলিতে প্রাধান্য দেওয়া হয়েছিল যা আমাদের ভাবনা ও নীতির সাথে সম্পৃক্ত। অর্থনৈতিক সমৃদ্ধি সহ সুস্থায়ী, অন্তর্ভূক্তিমূলক ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, হলিক্রস স্কুলের এই ধরণের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতাকেই প্রতিফলিত করে। ইন্টার স্কুল সায়েন্স এবং হিউম্যানিটিস প্রদর্শনী ও প্রতিযোগিতায় আগরতলার প্রায় ১৫টি স্কুল অংশগ্রহণ করছে। প্রদর্শনী ও প্রতিযোগিতায় উপস্থাপিত উদ্ভাবনী বিষয়গুলি তরুণদের মেধা ও দক্ষতা বিকাশে অনুপ্রেরণা যোগাবে।