চেন্নাই, ৪ অক্টোবর (হি.স.): আগামী ৮ অক্টোবর ভারত অস্ট্রেলিয়া ম্যাচ। আজ, বুধবার চেন্নাইয়ে পৌঁছে গেলেন বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ারা। গতকাল পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে কামিন্সের অস্ট্রেলিয়া দল ও আজ পৌঁছেছে চেন্নাইয়ে। খেলা হবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
টিম ইন্ডিয়ার টিম বাস বিমানবন্দর থেকে ছাড়ার সময় ভারতের ক্রিকেট ভক্তরা কোহলিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চিৎকার করতে থাকে। সেই সময় অজি ক্রিকেটাররা সেখানেই দাঁড়িয়েছিলেন। ভারত-অস্ট্রেলিয়া দুই টিমের জন্য বিরাট পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। চেন্নাই বিমানবন্দরে কোহলি গর্জন ও ভারতীয় টিমের জন্য স্লোগান বেশ ভালো মতোই কানে পৌঁছেছে ডেভিড ওয়ার্নারদের। ‘কোহলি,কোহলি’ গর্জন শুনে ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেনদের কানে তালা লাগার জোগাড় হয়েছে।